বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাদিকে গুলি করা অস্ত্রের সন্ধানে র‍্যাব, জব্দ করা ৩টি ফরেনসিকের অপেক্ষায়, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০০, ১৭ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলি করা অস্ত্রের সন্ধানে র‍্যাব, জব্দ করা ৩টি ফরেনসিকের অপেক্ষায়, আটক ১

ফাইল ছবি

নরসিংদী জেলা থেকে তিনটি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। তবে এ তিনটি অস্ত্রের মধ্যে থেকে একটি অস্ত্র দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে কিনা তা জানা যাবে অস্ত্রটি ফরেনসিক পরীক্ষার পর।

এ সময় মো. ফয়সাল (২৫) একজনকে আটক করা হয়েছে। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ রাতে নরসিংদী জেলায় অভিযান চালিয়ে তিনটি অস্ত্র উদ্ধার করে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানায়। 

পাশাপাশি নরসিংদীতে র‍্যাবের অভিযানে তিনটি অস্ত্র উদ্ধারের বিষয়টি অপর একজন পুলিশের গোয়েন্দা কর্মকর্তাও জানিয়েছেন। 

র‍্যাব সূত্রে জানা যায়, নরসিংদীতে অভিযানে তিনটি অস্ত্র তারা উদ্ধার করেন। এ তিনটির মধ্যে একটি অস্ত্র দিয়ে হাদিকে গুলি করা হয়েছে কিনা, ফরেনসিক পরীক্ষার পরেই সঠিকভাবে জানা যাবে। বর্তমানে তিনটি অস্ত্র র‍্যাবের হেফাজতে আছে। 

হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বত্রন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন হাদি এবং এ লক্ষ্যে নিয়মিত গণসংযোগ করছিলেন তিনি।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাদির ওপর হামলাকারী দুই আততায়ীর একজন সন্দেহভাজন ‘ফয়সাল করিম’ তার সঙ্গেই কিছুদিন ধরে নির্বাচনী প্রচার কাজে যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। পুলিশের পক্ষ থেকেও তাকে সন্দেহভাজন হামলাকারী ধরে নিয়ে নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। এ ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকার মোহাম্মদপুর-আদাবর এলাকার নেতা ছিলেন।

এ বিষয়ে মঙ্গলবার রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ওসমান হাদি হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লা বাড়ির সামনে তরুয়ার বিলে পানির ভেতর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মো. ফয়সাল (২৫) একজনকে আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, উদ্ধার হওয়ার অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড এমুনিশন।