বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২১, ১৭ ডিসেম্বর ২০২৫

হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

বিকেএমইএ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠান

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমরা কিছুদিন আগে ভারতের কর্মকর্তাদের তলব করেছিলাম। আমি এখন জানলাম যে আমাদের কর্মকর্তাকে তারা তলব করেছে। সাধারণত একজন তলব করলে অপর রাষ্ট্রও তলব করে থাকে। আপনারা জানেন ওসমান হাদী আহত। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেএমইএ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের যিনি নির্বাচন করবেন না বলেছেন এটা বোধহয় তার ব্যক্তিগত কারণে। তিনি কেন নির্বাচন করবেন না এটা তার ব্যাপার। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। 

তিনি আরও বলেন, আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। জেলা পুলিশ ও শিল্প পুলিশকে এই ভ্যান হস্তান্তরের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কার্যক্রম। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও শিল্পাঞ্চলে শৃঙ্খলা রক্ষায় শিল্প পুলিশ ও জেলা পুলিশের কাজ গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারায়ণগঞ্জের মত ঘনবসতিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পুলিশের ভূমিকা অপরিহার্য। এই পুলিশ ভ্যান হস্তান্তর সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। 

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নিরাপদ শিল্পাঞ্চল, চিকিৎসা ও আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প মালিকদের সাথে প্রশাসনের পারস্পারিক সম্পর্ক অত্যান্ত জরুরি। বিকেএমইএ এর আজকের এই উদ্যোগের মাধ্যমে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবে পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যক্রম আমাদের পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। আমি এই কার্যক্রমের জন্য বিকেএমইএ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।