শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যেভাবে প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১০, ৮ জানুয়ারি ২০২৬

যেভাবে প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। 

জেলার পাঁচটি সংসদীয় আসনে যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য মাঠ পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে। 

তিনি বলেন, ইতোমধ্যে ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। পাশাপাশি জেলার পাঁচটি সংসদীয় আসনের জন্য পাঁচজন জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তারা সার্বক্ষণিক মাঠে থেকে নির্বাচন সংক্রান্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রচার-প্রচারণা বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রচারণা শুরু হলে সব প্রার্থী ও রাজনৈতিক দল যাতে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারে, সে বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখা হবে। আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে রায়হান কবির বলেন, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পুলিশ, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের মোতায়েন আরও জোরদার করা হবে। 

ভোটকেন্দ্র, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। কমিশনের আশা, সব পক্ষের সহযোগিতায় নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।