ফাইল ছবি
আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই জাতীয় সনদে “হ্যাঁ” ভোটের পক্ষে গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে শুক্রবার চিটাগাং রোড থেকে পাঠানতলী পর্যন্ত এক দুর্বার রোডমার্চ অনুষ্ঠিত হয়। রোডমার্চ চলাকালে চিটাগাং রোড, ভাণ্ডারী পুল, ২ নং ঢাকেশ্বরী ও পাঠানতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
রোডমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের মনোনীত নারায়ণগঞ্জ–০৩ আসনের ❝মাথাল❞ মার্কার প্রার্থী, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস।
রোডমার্চে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মো: জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো: সোহাগ।
বিভিন্ন স্থানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অঞ্জন দাস বলেন: এই দেশ আর চাঁদাবাজ, দখলদার আর ভোট ডাকাতদের হাতে বন্দি থাকবে না। যারা শ্রমিকের ন্যায্য দাবি দমনে গুলি চালিয়েছে, মামলা দিয়ে মানুষকে স্তব্ধ করতে চেয়েছে জুলাই জাতীয় সনদ তাদের বিরুদ্ধে জনগণের যুদ্ধঘোষণা।”
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ মানে শুধু একটি ভোট নয় এটি লুটেরা ব্যবস্থার অবসান। এই সনদে ‘হ্যাঁ’ ভোট মানে হলো চাঁদাবাজির রাজনীতির অবসান, সন্ত্রাসের রাজনীতিকে কবর দেওয়া এবং রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”
অঞ্জন দাস বলেন, নারায়ণগঞ্জকে পরিকল্পিতভাবে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। শ্রমিক কথা বললে গুলি, সাধারণ মানুষ প্রতিবাদ করলে মামলা এই দমনমূলক রাজনীতির বিরুদ্ধে জুলাই জাতীয় সনদে ‘হ্যাঁ’ ভোট আজ জনগণের প্রতিরোধ ও মুক্তির প্রতীক হয়ে উঠেছে।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি শুধু নির্বাচন নয়, এটা ফয়সালার দিন। ভয় নয় ভোট দিন উৎসবমুখর পরিবেশে। জুলাই জাতীয় সনদে ‘হ্যাঁ’ ভোট দিন, শোষণের বিরুদ্ধে দাঁড়ান।”
উক্ত রোডমার্চে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু,গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত ও সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, গার্মেন্ট শ্রমিক সংহতি জেলার সদস্য সচিব মেহেদী হাসান উজ্জ্বল ও দপ্তর সম্পাদক রনি শেখ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান ও সহ-সভাপতি ইউশা ইসলাম, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
রোডমার্চটি বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশ ও পথসভা শেষে পাঠানতলীতে শেষ হয়।

