শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিটি করপোরেশনের ডোবায় পড়ে ভাই-বোন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪২, ৮ সেপ্টেম্বর ২০২৩

সিটি করপোরেশনের ডোবায় পড়ে ভাই-বোন নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশনের খননকৃত একটি ডোবায় ডুবে সামির হোসেন (০৮) ও তিশা আক্তার (০৯) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া খবরে নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। নিহত দুই ভাই-বোন বন্দরের আমিন এলাকায় অটোরিকশাচালক কামাল হোসেনের সন্তান।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে এরা বাসা হতে বেরিয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার ভোরে বন্দর খেয়াঘাটসংলগ্ন মহিউদ্দিন ডক ইয়ার্ডের দক্ষিণ পাশে সিটি করপোরেশনের লেক তৈরি করার জন্য এক্সকাভেটর দিয়ে মাটি তোলায় সৃষ্ট ডোবায় জমে থাকা পানিতে ডুবে এরা মারা যায়।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক দেশ রূপান্তরকে জানান, সিটি করপোরেশনের মাটি তোলায় সৃষ্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশু দুটি মারা যায়। তিনি আরো জানান, লাশের সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।