
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে এ বাজেট ঘোষণা করা হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ খোরশেদ আলম, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাত্তার চৌধুরী, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর প্রমুখ।
অনুষ্ঠানে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাৎসরিক বাজেট ঘোষণা করেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন। এই বাজেটে আয় ধরা হয়েছে ৫ কোটি ৫৩ লক্ষ ৮০ হাজার ২৭০ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩২ লক্ষ ৫১ হাজার টাকা। এছাড়াও উদ্বৃত রয়েছে ২১ লক্ষ ২৯ হাজার ২৭০ টাকা।