রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেভিল ব্রেথ মাদক উদ্ধার, হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ডেভিল ব্রেথ মাদক উদ্ধার, হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে জীবন নাশকারী মাদক ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস উদ্ধার সহ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল। এসময় মাদক দ্রব্যের ১০ গ্রাম স্কোপোলামিন, ১ কেজি ২শ লিটার পটাশিয়াম সায়ানাইড, আড়াই লিটার ক্রোরর্ফম উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চাঁদপুরের দক্ষিন মতলবের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহম্মদ (৩০) ও বরিশালের বাবুগঞ্জের নুর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব (৩২)।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানার একটি হত্যা হামলার সন্দিগ্ধ আসামি শাকিল আহম্মদকে চাঁদপুর সদর থানা এলাকা থেকে এবং আসামি রাকিবকে ঢাকার টিকাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় শাকিল আহম্মদের দেহ তল্লাশীকালে এসব মাদক দ্রব্য, ৬টি মোবাইল, ১ টি ল্যাপটপ ও একটি ১ খাতা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ডিএমপি ঢাকা থেকে রাসায়নিক দ্রব্য ক্রয় করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে তারা।