
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফালান শিকদার নামের এক জমি ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার হাজির বাগানবাড়ি থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। ফালান শিকদার বরপা এলাকার মৃত মদন শিকদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, শনিবার সকাল থেকে ফালান সিকদার নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পায়নি। রোববার সকালে বরপা এলাকার হাজির বাগানবাড়ি ফালান শিকদারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ দুপুরে ব্যবসায়ী ফালান শিকদারের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মরগে পাঠায়। নিহত ফালান শিকদারের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে কে বা কারা ফালান শিকদারকে হত্যার পর হাজির বাগান বাড়িতে ফেলে রেখে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে রাতেই মামলা নেওয়া হবে।