ফাইল ছবি
নারায়ণগঞ্জের হোসিয়ারী পল্লী নামে পরিচিত নয়ামাটি এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)-এর মাননীয় প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ মহোদয়।
বুধবার বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরেন।
হোসিয়ারী ব্যবসায়ীদের সুবিধার্থে নয়ামাটি এলাকায় ২টি ডিপ-টিউব ওয়েল স্থাপন এবং ড্রেন ও রাস্তা সংস্কার কাজ বাস্তবায়নের জন্য এনসিসি প্রশাসকের কাছে অনুরোধ জানায় এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) জনাব আবদুস সবুর খান সেন্টু এবং পরিচালক মোঃ দুলাল মল্লিক।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, প্রশাসক মহোদয় নয়ামাটি এলাকায় উল্লিখিত কাজগুলো অতি দ্রুত সময়ের মধ্যে শুরু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। এই আশ্বাসে হোসিয়ারী ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

