ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি আলহাজ্ব গোলাম ফারুক খোকন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ারউম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
১৬ নভেম্বর রবিবার রাজধানীর পল্টন টাওয়ারের অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।
অ্যাসোসিয়েশনের নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান মনির, সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন, ফজলুল হক পাটোয়ারী, পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এমএ বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুঁইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, রোবেল মিয়া, মকবুল হোসেন, মনজুরুল হক ভুইয়া, ইসলাম হোসেন, তরিকুল ইসলাম, শংকর সাহা। সংগঠনের ইতিহাসে অন্যতম কর্মদক্ষ ও শিল্পবান্ধব নেতা হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিল্পখাতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন বএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত হওয়ায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ অভিনন্দন জানিয়েছেন।

