ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, এই আসন থেকে জনগণ আমাকে একাধিকবার নির্বাচিত করেছেন। ত্যাগীরা যদি সুযোগ না পায় তাহলে সামনের দিনে রাজনীতি অনেক কঠিন হয়ে পড়বে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের একটাই পরিচয় আমরা ধানের শীষের লোক। সামনে কঠিন সময় আসছে। গত ১৭ বছর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার কীভাবে ক্ষতির শিকার হয়েছেন এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আগামী নির্বাচনে অবশ্যই বিজয়ী হতে হবে।
তিনি বলেন, আমরা সঠিক নেতৃত্বের জন্য তাকিয়ে আছি। জনগণ কখনও ভুল করে না। আমাকে তিনবার নির্বাচিত করেছে কারণ এই দলকে মানুষ ভালবাসে। এটিই হয়ত আমার শেষ নির্বাচন। আমিও যদি মনোনয়ন না পাই এখানে যেই মনোনয়ন পাবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

