ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে তার বাড়িতে গিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানও টিপুর বাড়িতে উপস্থিত ছিলেন।
রোববার (১৬ নভেম্বর) শহরের আমলাপাড়া এলাকায় টিপুর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান মাসুদুজ্জামান মাসুদ।
এসময় একসাথে টিপু, সাখাওয়াত, মাসুদুজ্জামানসহ মহানগর বিএনপির নেতারা বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করেন। তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করে জানাননি বিএনপি নেতাকর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাই ডেঙ্গু আক্রান্ত। আমরা তাকে দেখতে তার খোঁজ খবর নিতে এখানে এসেছিলাম। অন্য কোন কারণ নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ একসাথে হলে কিছু কথবার্তা হয়। এমনই কিছু কথাবার্তা হয়েছে। এর বেশি কিছু না।

