ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, আমরা মনোনয়ন প্রত্যাশী ছিলাম। অপ্রত্যাশীত ভাবে একজনকে মনোনয়ন দেয়া হয়েছে যেটা আমরা ভাবতে পারিনি। তিনি দুই মাস আগে দলে যোগ দিয়েছেন। আমরা এখন মাঠে দেখছি প্রতিটি নেতাকর্মী ও ভোটারের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের প্রার্থীর জয়লাভ আমাদের প্রত্যাশা। অপরিচিত মানুষকে ভোটাররা ভোট দিবে না। আমরা চাই নারায়ণগঞ্জ-৫ আসন আমাদেরই থাকুক। আমরা এ আসনটি বিজয়ী করে বিএনপিকে উপহার দিবো।
তিনি বলেন, এই মনোনয়ন কনফার্ম না। আমরা এটা রিভিউ করার আবেদন করছি। আমাদের মধ্যে যে কাউকে মনোনয়ন দেয়া হোক আমরা তাকে বিজয়ী করবো।

