ফাইল ছবি
দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক টিএইচ তোফাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাঁর আবেদনের ভিত্তিতে দীর্ঘ ৪ মাস পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুসারে টিএইচ তোফাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১০ আগষ্ট বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টিএইচ তোফাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে পরবর্তীতে তিনি দলের কাছে আবেদন করলে তা বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক টিএইচ তোফা জানান, আমি আওয়ামী লীগের সময় দলের দুঃসময়ে রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। আমার বিরুদ্ধে নাশকতাসহ ৯৮ টি মামলা দেয়া হয়েছিলো। সেই মামলায় একাধিকবার জেল খেটেছি। দল আমাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ও সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

