বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাবার বাড়ি থেকে স্ত্রী না আসায় যুবকের কাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৩, ১৮ নভেম্বর ২০২৫

বাবার বাড়ি থেকে স্ত্রী না আসায় যুবকের কাণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে বাপরে বাড়ি থেকে স্ত্রী না আসায় গলায় ওড়না প্যাঁচিয়ে হৃদয় নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে এ ঘটনায় মৃতের মা জাহানারা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মৃত হৃদয় (২৮) কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজিয়াতল গ্রামের মৃত বারেক ও জাহানারা বেগমের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, ৩ বছর পূর্বে ঝর্না (২২) নামে এক মেয়েকে প্রেম করে বিয়ে করেন হৃদয়। এরপর থেকে তারা ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকায় মন্টু মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করেন। হৃদয় হোসিয়ারি কারখানায় চাকরি করে সংসার চালাতেন। এক মাস পূর্বে হৃদয় ও ঝর্নার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমানিল্য হয়। এতে ঝর্না রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। এতে একাধিকবার চেষ্টা করেও বাপের বাড়ি থেকে ঝর্নাকে নিয়ে আসতে ব্যর্থ হয় হৃদয়। এরপর রোববার মন্টু মিয়ার ভাড়াটিয়া বাসায় স্ত্রীর ওড়না গলায় প্যাঁচিয়ে জানালার সঙ্গে আত্মহত্যা করেন হৃদয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত নিহতের মায়ের দেওয়া আবেদনে একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে।