শিক্ষার্থীদের সংবর্ধনা
“সুশিক্ষিত জাতি, উন্নত দেশের চাবিকাঠি”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৭ নভেম্বর ) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দার সার্বিক তত্ত্বাবধানে ও বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে—এটা আমার জন্য গর্বের। খুব শিগগিরই এ স্কুল সোনারগাঁয়ের অন্যতম আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে বলে আশা করি। পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।”
অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অফিসার দেলোয়ার হোসেন, কাজল তন্ত্র পাল, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, থানা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, বিএনপি নেতা হাসান বশরী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ—
যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
এছাড়া চাইল্ড হ্যাভেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রিয়াজুল করিম, ইউনাইটেড স্কুলের অধ্যক্ষ দিপু আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
সার্বিক পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের অন্যতম পরিচালক রোকেয়া বেগম। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর।

