ফাইল ছবি
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইসদাইর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনের তাপ থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রী বহনকারী একটি বাসের চালক ও তাঁর সহকারী (হেলপার)।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় লিংক রোডের নারায়ণগঞ্জ আয়কর অফিসের সামনে এই ঘটনা ঘটে।
বাসের চালক নাসির জানান, তিনি রাসেল গার্মেন্টসের শ্রমিকদের আনা-নেওয়ার কাজ করেন। শ্রমিকদের সাইনবোর্ড এলাকায় নামিয়ে দেওয়ার পর তিনি বাসটি (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) আয়কর অফিসের সামনে পার্কিং করে হেলপার নয়নকে নিয়ে বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক পৌনে ২টার দিকে আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। উঠে দেখেন, বাসের চালকের আসনে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তাঁরা দুজনেই ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
পরে নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ফতুল্লা মডেল থানা পুলিশের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
চালক নাসির পুলিশকে জানান, ঘুমে থাকায় কে বা কারা আগুন দিয়েছে, তা তারা দেখতে পাননি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। চালক ও হেলপারের দ্রুত সচেতনতার কারণে বাসের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, বাসে আগুন দেওয়া দুর্বৃত্তদের শনাক্ত করার জন্য পুলিশি চেষ্টা চলছে।

