ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে শ্রাবণ বাহিনীর লোকজন একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের লোকজন বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী বিলকিস বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দেন।
ভুক্তভোগী বিলকিস বেগম জানান, তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ ও তার চাচার সঙ্গে তাদের পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারাবো হাটিপাড়া এলাকায় শ্রাবণ ও তার বাহিনীর লোকজন সাধারণ মানুষের জন্য আতংকের নাম। তারা এলাকায় মাদক, চাঁদাবাজি থেকে শুরু করে নানা অপকর্ম করে আসছে। গত সোমবার রাতে রাসেল, রুবেল, শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ, সাহেব, সূর্য, মেহেদী, সিয়াম, নিরব, রাজু, আশিক, নাহিদ, আল-আমিন আকাশ, জিসান, রিয়াদ, রবিউলসহ অজ্ঞাত ৫০/ ৬০ জন বেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিলকিস বেগমের বাড়িতে প্রবেশ করে হামলা ভাঙচুর চালাতে থাকে। এসময় বিলকিস বেগমের দেবর মামুন মিয়া ও রিফাত মিয়া বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় প্রতিপক্ষের লোকজন ভাসুর মিয়া ও দেবর মোক্তার হোসেনের বসত করে হামলা ভাঙচুর চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা দুই ঘর থেকে মোট নগদ আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকার সহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শ্রাবণ ও তার লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়। আহতদের উদ্ধার করে নিয়ে রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

