প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে মাদক বিরোধী একাধিক অভিযানে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- ফতুল্লার ইসদাইর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মোঃ রাকিব (৩৮), বদির উদ্দিনের ছেলে মোঃ মতিন (২৪), ইসমাইলের ছেলে মোঃ নাসির (২৪), মোঃ শান্ত (২৩), ভোলা জেলার তজুমুদ্দিন থানার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ শফিক (৪৪), সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত আনসার আলীর ছেলে মৃত আনসার আলী মোঃ কনু মিয়া (৬৫)।
এর আগে গতকাল রাতভর নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

