
ফাইল ছবি
নারায়ণগঞ্জে বছরের সবচেয়ে আলোচিত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল বন্দরের জাহিন নিটওয়্যারস নামক পোশাক কারখানায়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় ৮ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । রাত ১২টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তৎকালীন নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
কারখানাটির বেশিরভাগ বিল্ডিংয়েই কাপড়, সূতা, তুলা জাতীয় জিনিস ছিল। এ জাতীয় জিনিসে খুব সহজেই আগুন ধরে যায় এবং দ্রুত ছড়ায় ফলে আগুনের ভয়াবহতা অনেক বেশি ছিল। পরে ফায়ার ফাইটাররা ৮ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।