শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফিরে দেখা ২০২২

নাসিকের বাজেট অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট ছিল আলোচিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৭, ৩১ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৪:২৩, ১৮ নভেম্বর ২০২৩

নাসিকের বাজেট অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট ছিল আলোচিত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে লোডশেডিংয়ের ঘটনা ছিল বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম।

২০ সেপ্টেম্বর নগরীর আলী আহমেদ চুনকা নগর পাঠাগারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

এ সময় বাজেট ঘোষণার মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে মেয়র বক্তব্য দেওয়া শুরু করলে বিদ্যুৎ চলে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।

মেয়র বলেন, আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায়। এটা বার বার কেন আমার অনুষ্ঠানেই হয় আমি জানি না।

এদিকে বছরজুরেই নারায়ণগঞ্জে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন ছিল অতিষ্ঠ। চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানেও একই চিত্র দেখা যায়। এ সময় পুরো পাঠাগার অন্ধকার হয়ে ছিল প্রায় ১০ থেকে ১৫ মিনিট। এ সময় বাজেট ঘোষণা থামিয়ে অপেক্ষা করেন মেয়রসহ অন্যরা।