রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মহাসড়ক সুরক্ষিত রাখতে কাজ করছে পুলিশ : না.গঞ্জ এসপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৫৪, ৫ নভেম্বর ২০২৩

মহাসড়ক সুরক্ষিত রাখতে কাজ করছে পুলিশ : না.গঞ্জ এসপি

গোলাম মোহাম্মদ রাসেল

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোহাম্মদ রাসেল বলেছেন, আমাদের উদ্দেশ্য ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সুরক্ষিত রাখা। এ মহাসড়ক সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি নিয়ে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছি।

রোববার (৫ নভেম্বর) বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাইনবোর্ডে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আপনারা সকাল থেকে দেখছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে প্রায় ৩৫টি জায়গায় আমরা কাজ করছি। এছাড়াও দিন রাত মিলিয়ে আমাদের ৮৪টি মোবাইল টিম কাজ করছে। আমাদের অফিসাররা এটা তদারকি করছে। আমাদের গোয়েন্দা ও ডিবিও কাজ করছে। 

তিনি বলেন, আপনারা যে খবর পাচ্ছেন সেটার সাথে আমাদের খবর মিলছে না। অনেক সময় একসাথে পাঁচ ছয়জন একসাথে হৈ-হুল্লোড় করে চলে যায়। আমরা গিয়ে পাইনা। আমাদের যেসকল মূল সড়ক আছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি। ছবি তো ঘরের উঠানেও তুলতে পারে, গলিতেও পারে। তবে যেখানে সাধারণ জনগণ চলাচল করে পন্য পরিবহন হয় সে সড়কগুলো আমরা নিরাপদ রেখেছি।

গত ৮ দিনের মামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে পরে গণমাধ্যম কর্মীদের এসপি জানান, ২৮ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার সংখ্যা ১৫ টি। এসব মামলায় মোট গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ২৮৮ জন।