রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৬ কোটি টাকার কাপড় ও কসমেটিকস জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৮, ১১ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে ৬ কোটি টাকার কাপড় ও কসমেটিকস জব্দ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ছয় কোটি টাকার কাপড় ও কসমেটিকস জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১১ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকায় পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে এসকল মালামাল জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি।

কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, অভিযান পরিচালনার সময় একটি পাথর বোঝাই ট্রাক থামানোর সংকেত দিলে তা দ্রুত গতিতে পালাতে চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ট্রাকটিকে ধাওয়া করতে থাকলে একসময় ট্রাক ফেলেই পালায় চালক। 

এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ২ হাজার ৮৭৭ পিস শাড়ি, ১ হাজার ৮ টি বডি লৌশন, ৪ হাজার ৫শ পিস সান রাইস ক্রিম জব্দ করা হয়।