রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গভীর রাতে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৭, ১২ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে গভীর রাতে বাসে আগুন

বাসে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টায় মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে অবস্থিত এক গ্যারেজে লাব্বাইক পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। 

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত রাতে পাকিং একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটে। আগুন সামান্য হওয়ায় গ্যারেজে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায় নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেন নি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।