রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৫৭, ১৪ নভেম্বর ২০২৩

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাফ পরিবহনের মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ৯৩ জন নেতাকর্মীকে এজাহারনামীয় আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (১৩ নভেম্বর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিন্টু কুমার বাদী হয়ে এ নাশকতা মামলাটি দায়ের করেন। 

মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদারসহ বিএনপির ৯৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়। 

মামলায় উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২নং ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার উদ্দেশ্যে নাফ পরিবহনের একটা মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, বাস পুড়ানোর ঘটনায় থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।