রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রিকশা চালকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:১১, ২২ নভেম্বর ২০২৩

আপডেট: ০৯:৩৯, ২২ নভেম্বর ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রিকশা চালকের মৃত্যু 

প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী লেনে হিমালয় পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেন।পরবর্তীতে ঘটনাস্থলেই ওই রিকশা চালক মৃত্যুবরণ করে। পরে পুলিশ এসে গাড়ির চালক ও হেলপারকে আটক করে। 

এ বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) একেএম শরিফুদ্দিন জানান, দুর্ঘটনার সাথে সাথে আমাদের হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার জন্যে পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।