
ফাইল ছবি
২০২৩ সালের অক্টোবর মাসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার আনোয়ার হোসেন।
আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের হাত থেকে ক্রেসটি গ্রহন করেন এ কর্মকর্তা।
পুরস্কৃত হয়ে (এসআই) আনোয়ার হোসেন জানান, আমি মনেপ্রাণে বিশ্বাস করি কাজ করলে তার ফল পাওয়া যায়। পুলিশ ও জনতার মেলাবন্ধন অত্যন্ত জরুরী। আমি আমার ক্রেস পাওয়াতে আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা স্যারকে ধন্যবাদ জানাই। কেননা তার দিকনির্দেশনায় এবং আমার সহকর্মীদের সহায়তায় নিজের দায়িত্ব নির্ভুলভাবে পালন করার চেষ্টা করেছি। যার ফলে এটি সম্ভব হয়েছে। যে কোন পুরস্কারই ভাল লাগে। কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠত্বের পুরস্কার কর্মস্পৃহা ও মনোবল অনেকাংশে বৃদ্ধি করতে সহায়তা করে।