সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ের বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩

সোনারগাঁওয়ের বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন 

বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতু

৪০ গ্রামের মানুষের বহুল প্রতীক্ষিত  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতু অবশেষে গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করার পর সেতুটি দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা। 

নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য-সচিব সাইদুর রহমান সবুর, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, জাতীয় মহিলা পার্টি উপজেলা সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, রিয়াজ ফকির মেম্বার ও সাকিব মেম্বার প্রমূখ।

অনুষ্ঠানে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, এ অঞ্চলের লাখ লাখ মানুষের বহুল প্রতীক্ষিত সপ্নের সেতু বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতু বাস্তবায়ন করতে পারায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যন্ত সোনারগাঁওয়ের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমি ৪৫/৪৬ বছর যাবত রাজনীতি করি। আমি আপনাদেরই মানুষ। আমি আমার সম্পদ বিক্রি করে আপনাদের পাশে থাকতে চেষ্টা করেছি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা যাতে আগামীতে ক্ষমতায় না আসতে পারে। সেই ব্যাপারে আমাদের সবাইকে সজাক থাকতে হবে। তিনি বলেন, বিগত দশ বছরে আমি কাউকে মিথ্যা আশ্বাস দেইনি, আমি বাস্তবতায় বিশ্বাস করি, আমি নোয়াগাঁও ইউনিয়নের মান্দার পাড়া ব্রীজ নির্মাণ করেছি, পরমেশ্বরদী থেকে ধন্দিবাজার পর্যন্ত রাস্তা করে দিয়েছি।
তিনি বলেন, এ এলাকায় আরো কিছু কাজের চাহিদা আছে সেগুলো ১/২ মাসের মধ্যে সম্পন্ন করা হবে।