সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁ উপজেলার কাশিপুর গ্রামের রাস্তার বেহাল দশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩

সোনারগাঁ উপজেলার কাশিপুর গ্রামের রাস্তার বেহাল দশা

কাশিপুর মাদ্রাসা রোড

সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর। গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। কাঁদা মাড়িয়েই মাদ্রাসা, স্কুল ও কলেজে যেতে হয় শিক্ষার্থীদের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মাদ্রাসা রোড থেকে চেঙ্গাইন পর্যন্ত  রাস্তার বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত ও পানি জমে থাকার চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, সোনারগাঁয়ের কাশিপুর এলাকার মাদ্রাসা রোডে বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত তৈরি হয়ে আছে এবং পানি জমে রয়েছে। এছাড়া আরোও লক্ষ্য করা যায়, কাশিপুর গ্রামের মসজিদ থেকে চেঙ্গাইন পর্যন্ত বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে ও গর্ত তৈরি হয়ে আছে। কাচা রাস্তাটি, যার ফলে সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায় এবং এলাকাবাসির পথ চলায় ব্যাপক বাধার সৃষ্টি করে। 

এলাকাবাসীর অভিযোগ, দুই যুগের বেশি সময় হয় এ রাস্তাটি নির্মান করা হয়েছে। নির্বাচন পূর্ববর্তী সময় গুলোতে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতিবদ্ধও হয়েছিলো রাস্তা পাকা করে দেওয়া জন্য। কিন্তু আজও রাস্তার কোনো পরিবর্তন হয় নি। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায় এবং কর্দমাক্ত হয়ে যায়। 

এলাকাবাসী আরোও জানায়, এ রাস্তাটির সঙ্গে কয়েকটি গ্রামের সংযোগ রয়েছে। বিভিন্ন পেশার মানুষ তাদের  রাস্তাটি দিয়ে কর্মস্থলে যায়।  কাচা রাস্তা হওয়ার ফলে সাধারণ যানবাহন গুলো এলাকার ভেতর দিয়ে যাতায়াত করতে চায় না। বিশেষ করে কয়েকটি গ্রামের  মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা এ রাস্তাটি দিয়ে যাতায়াত করে। রাস্তাটি যদি পাকা হতো তবে অনেকটাই জনদূর্ভোগ কমে যেতো। 

কাঁচপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আমি একজন ইউপি সদস্য আমাদের তো ক্ষমতা থাকে না, ক্ষমতা চেয়ারম্যান সাহেবের হাতে। রাস্তাটির দুই-তিনবার টেন্ডার হয়েছে। ফান্ড নেই, যে কারনে সম্ভবত রাস্তাটির কাজ হয়নি। তবে, আমাদের আলোচনা হয়েছে খুব সম্ভবত রাস্তাটির কাজ করা হবে। 

এ বিষয়ে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন বলেন, এটি কাচা রাস্তা। রাস্তাটি দিয়ে যানবাহন চলা সম্ভব নয়। উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। টেন্ডার হয় তাহলে রাস্তাটির কাজ করা হবে।