সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামদানী কারিগরকে পিটিয়ে ও কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামদানী কারিগরকে পিটিয়ে ও কুপিয়ে জখম

জামদানী কারিগর মো. মাফুজুল ইসলাম

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক জামদানী কারিগরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যা চেষ্টা চালায় মাদক ব্যবসায়ীরা।  

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনায় আহতের বড় ভাই মো. মাজহারুল ইসমলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী আহত জামদানী কারিগর মো. মাফুজুল ইসলামকে মুর্মূর্ষ অবস্থায় উদ্ধার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সাদিপুৃর ইউনিয়নের ভারগাঁও চৌরাপাড়া আব্দুল জব্বারের ছেলে মোঃ নবীর হোসেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করায় একই এলাকায় সাদেকুল ইসলাম ছেলে জামদানী কারিগর মোঃ মাফুজুল ইসলাম এ মাদক ব্যবসা প্রতিবাদ করে। এ নিয়ে বিভিন্ন সময় মোঃ মাফুজুল ইসলামকে মাদক ব্যবসায়ীরা মারধর ও খুন জখম করার হুমকি দিয়ে থাকে। এরই জের ধরে গত বুধবার বিকেলে মাদক ব্যবসায়ী নবীর হোসেনের নেতৃত্বে ফাইজুল ইসলাম, আল আমিন, সোলেমানসহ অজ্ঞাত আরো ২/৩ জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে ক্ষুর, চাপাতি, হকিষ্টিক, লোহার রড ও লাঠি সোঠিা নিয়ে ওই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আমিনুল ইসলাম বাড়িতে জামদানী ঘরে বসে প্রবেশ করে জামদানি কারিগর মাফুজুল ইসলামকে হত্যার উদ্দ্যেশে তার ওপর হামলা চালায়। এসময় মাফুজুল ইসলাম জামদানী শাড়ি তৈরি কাজে ব্যস্ত ছিল। হামলাকারীরা মাফুজুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে তার সাথে থাকা নগদ ২ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়। এসময় মাফুজুল ইসলামের আত্মচিৎকারে আশের পাশের লোকজন ছুটে আসলে হামলাকারী সকলকে ভয়ভীতি দেখিয়ে ও মাফুজুল ইসলামকে খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে লোকজন মারাত্বক আহত অবস্থায় জামদানী কারিগর মাফুজুলকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায় নবীর হোসেন ভারগাঁও চৌরাপাড়া গ্রামসহ আশে পাশের এলাকায় অনেক দিন যাবত মাদক ব্যবসা, চুরি ডাকতিসহ অপরাধ কর্মকান্ড করে আসছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কেউ এর প্রতিবাদ করলে তাদের মারধর করে ও হত্যার হুমকি দেয়। স্থানীয় প্রশাসন ও রাজনীতি ব্যক্তিবর্গকে ম্যানেজ করেই নাকি তারা এলাকায় মাদক ব্যবসা করে বলে প্রচার করে।   

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আহসান উল্লাহ জানান, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।