শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে সোনারগাঁয়ে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৬, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:১৬, ১২ আগস্ট ২০২৫

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে সোনারগাঁয়ে অভিযান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। 

সোনারগাঁওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মিরেরটেক, হাতুরাপাড়া এবং নয়াপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। 

অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৯০০টি আবাসিক বার্নার এবং একটি চুনা ভাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট এবং ১ ইঞ্চি ব্যাসের ৪০ ফুট এমএস পাইপসহ অন্যান্য প্লাস্টিক পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে।

এ সময় সকল অবৈধ বিতরণ লাইন স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।