
প্রতীকী ছবি
শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ আগেই। ক্যামেরুনের বিপক্ষে তাই ব্রাজিল কোচ তিতে বিশ্রাম দেবেন কয়েকজনকে, এমন কিছু ছিল অনুমিতই।
এতে সুযোগ মিললো মেক্সিকান লিগে খেলা দানি আলভেসেরও। তিনি হলেন অধিনায়কও। সাবেক বার্সা তারকা এখন বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক।
৩৯ বছর বয়সী এই ফুটবলারকে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ব্রাজিল। সুইজারল্যান্ড ম্যাচের একাদশ প্রায় পুরো বদলে ফেলেছেন সেলেসাও কোচ তিতে। ডিফেন্সে মিলিতাও এবং মিডফিল্ডে ফ্রেদ ছাড়া আর কেউই নেই ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে।
ব্রাজিলের একাদশ :
এদারসন
তেলেস, ব্রেমার, মিলিতাও, আলভেস
ফ্রেদ, ফাবিনহো
মার্তেনেল্লি, রদ্রিগো, আন্তনি
হেসুস