
নেইমার
বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই পড়লেন ইনজুরিতে, তবুও হাল ছাড়েননি। চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন ঠিকঠাক।
এবার বার্তা দিলেন ফেরার। ইনজুরিতে কাটিয়ে আগামীকালই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নিজেকে প্রস্তুত করে ফিরবেন শেষ ষোলোতে।
ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে কিছুক্ষণ পরেই মাঠে নামবে ব্রাজিল। এর আগে নেইমারকে দেখা গেছে ইনডোরে অনুশীলন করতে। সাথে ছিলেন চিকিৎসকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে নেইমার লিখেন, ‘আমি ফিরছি’।
ভিডিওটিতে দেখা যায়, বল নিয়ে নেইমার দৌড়াচ্ছেন, হেড নিচ্ছেন, লাফ দিচ্ছেন। নিজের দুই পায়ের শক্তি দেখাচ্ছেন অনুশীলনের মাধ্যমে। এই ভিডিও দেখেই ব্রাজিলিয়ান সমর্থকরা সাহস পাচ্ছেন। তবে কি ফিরছেন নেইমার? তা দেখা যাবে নকআউট পর্বের প্রথম ম্যাচেই।