রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

উল্লাস কাপ ফুটবল চ্যাম্পিয়ন দিনার একাদশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:২৯, ১০ ডিসেম্বর ২০২২

উল্লাস কাপ ফুটবল চ্যাম্পিয়ন দিনার একাদশ

উল্লাস কাপ ফুটবল টূনামেন্ট

নারায়ণগঞ্জ দেওভোগস্থ শেখ রাসেল পার্ক মাঠে উল্লাস সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের আয়োজনে উল্লাস কাপ ফুটবল টূনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। শুক্রবার ৯ ডিসেম্বর বিকালে ৫০ মিনিটে ফাইনাল খেলা দিনার একাদশ ২-১ গোলে কুদরত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন লাভ করে। পরে খেলোয়াড় ও বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র ডা. সেলিন হায়াৎ আইভী। ফাইনাল খেলায় দিনার একাদশ ২-১ গোলে কুদরত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

উল্লাস সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের সভাপতি জি এম কুদরত উল্লাহ সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার সঞ্চালয়নায় অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা আদিনাথ বাসু, জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত ও প্রবীণ নেতা মনোয়ার হোসেন মনা প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আইভী বলেন, খেলাধুলার আয়োজন বেশি করা হলে শিশু কিশোররা মাদক মুক্ত থাকতে পারবে। আজকে যে মাঠে আমরা অনুষ্ঠান করছি এটা নাসিকের অংশ নয়। আমরা চাই নারায়ণগঞ্জ তার পুরানো ঐতিহ্য ফিরে পাক।