মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে মাদকসহ বিএনপি নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৮, ১০ জুলাই ২০২৫

আড়াইহাজারে মাদকসহ বিএনপি নেতা আটক

ফাইল ছবি

আড়াইহাজারে যৌথ বাহিনীর টহল দলের নেতৃত্বে পরিচালিত পৃথক  অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থসহ সুমন পন্থী বিএনপিনেতাসহ  দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার গহরদী ও মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চৈতনকান্দা এলাকার মোঃ শোনাই মুন্সির ছেলে এবং বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী  মোঃ সামসুল আলম (৫৫) ও গহরদী গ্রামের মোঃ শাহজালালের মেয়ে মাহফুজা আক্তার (৩৩)। আটকের পর তাদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়। 

যৌথ বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সামসুল আলম এর কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা, এক লক্ষ ৩৩ হাজার টাকা, তিনটি বাটন ফোন ও একটি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়। পরে মাহফুজা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা, নগদ ১০০০ টাকা, তিনটি বাটন ফোন, চারটি এন্ড্রয়েড ফোন ও দুইটি আইডি কার্ড জব্দ করা হয়। অভিযান শেষে তাদের এবং উদ্ধারকৃত আলামত আড়াইহাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। যৌথবাহিনী সুত্রে জানা গেছে, প্রথমে শাহজাহালের স্ত্রীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বিএনপি নেতা  সামসুলকে আটক করা হয়।