শনিবার, ০৩ জুন ২০২৩

|

জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শাবল দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ১০ বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৯, ১৫ মে ২০২৩

শাবল দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ১০ বছরের জেল

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে স্ত্রীকে শাবল দিয়ে আঘাত করে হত্যার দায়ে স্বামীকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এসময় আদালত আসামিকে ৫০ হাজার হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।

রোববার (১৪ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।সাজাঁপ্রাপ্ত আসামির নাম নূর মোহাম্মদ। সে গোপচর এলাকার ওদু মিয়ার ছেলে। 

এর সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ মার্চ সদর উপজেলার চর সৈয়দপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী শাহানাজ বেগমকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে স্বামী। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৩১ মে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে আদালত ১০ বছরের কারাদন্ড, ৫০ হাজার হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।