শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক-জোবায়দার রায়: মুখোমুখি অবস্থানে আওয়ামী-বিএনপিপন্থি আইনজীবীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:১৪, ২ আগস্ট ২০২৩

তারেক-জোবায়দার রায়: মুখোমুখি অবস্থানে আওয়ামী-বিএনপিপন্থি আইনজীবীরা

মুখোমুখি অবস্থানে আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা। 

বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে তারা মুখোমুখি অবস্থান করে একে অপরকে ইঙ্গিত করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, তারেক রহমান ও ড. জোবায়দা রহমানকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্যই আজকে সরকার একটি ফরমায়েশি রায় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। 

অন্যদিকে আওয়ামীপন্থি আইনজীবীরা বলেন, দুর্নীতিগ্রস্ত তারেক ও জোবায়দাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমরা চাই আদালত তাদের সর্বোচ্চ শাস্তি দেবেন। 

এদিকে রায়কে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলও কোর্ট প্রাঙ্গণে অবস্থান করেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্পষ্ট করে বলতে চায়, জিয়া পরিবারের উত্তরাধিকারী দেশনায়ক তারেক রহমানের অস্তিত্ব এদেশে ৫৭ হাজার বর্গমাইলজুড়ে। যে দেশের খাল-বিল-নদী-ধানক্ষেতে জিয়াউর রহমানের ছোঁয়া লেগে আছে, সে দেশে তারই যোগ্যসন্তান দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে অবৈধ রায় নিঃসন্দেহে হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৭ জুলাই আদালত এ মামলার যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।