শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, একজন খালাস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৫, ১৫ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, একজন খালাস

নাজমুল হোসেন

নারায়ণগঞ্জে মাদক মামলায় নাজমুল হোসেন (৩২) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড  জামিল নামে একজনকে খালাস দিয়েছেন আদালত। 

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন গাজীপুরের কাপাসিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বসবাস করতেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামিল নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে চারজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।