
যুবলীগের মিছিল
নারায়ণগঞ্জে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নির্দেশনায় সতর্ক অবস্থানে থাকবে আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার পর থেকে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনুর নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে আওয়ামীলীগ যুবলীগের নেতাকর্মীরা।
যুবলীগের একাধিক সুত্র জানায়, দলের কেন্দ্র থেকে তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জে একটা অঘটন ঘটাতে বিরোধীরা চেষ্টা করবে বলে আশংকা প্রকাশ করা হয়েছে। এ আশংকা থেকে শামীম ওসমানের নির্দেশে সাজনুর নেতৃত্বে সারারাত সড়ক মহাসড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেবে যুবলীগের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু জানান, তফসিল ঘোষণার পর আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে যেকোন নাশকতা সহিংসতা মোকাবেলায় রাজপথে সতর্ক অবস্থানে থাকব। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের সতর্ক অবস্থান থাকবে। আমরা যেকোন নাশকতার চেষ্টা হলে নেতাকর্মীদের নিয়ে তা প্রতিহত করবো।