শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে হত্যা মামলায় কিশোর-কিশোরীর ১০ বছরের আটকাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৩, ২১ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে হত্যা মামলায় কিশোর-কিশোরীর ১০ বছরের আটকাদেশ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আকাশ নামে অজ্ঞাত এক কিশোরকে হত্যার ঘটনায় দুই কিশোর-কিশোরীকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত তাদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-হবিগঞ্জের পোদ্দার বাড়ী এলাকার মো. সোহেল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (১৭) ও হবিগঞ্জের বানিয়াচং এলাকার শাবিনা আক্তার (১৮)। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং আসামীরা শিশু হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি যাবাজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অধবা মৃত্যুদণ্ডে দণ্ডিত না করে শিশু আইনে তাদের সর্বোচ্চ ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়েছে। 

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে ২০২১ সালের ১২ এপ্রিল রূপগঞ্জের বরাবো এলাকার একটি ভাড়াটিয়া আকাশকে দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া ও শাবিনা আক্তার মিলে শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। সেই সাথে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে ৯ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।