সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শীতল চন্দ্র দে’কে স্বপদে বহাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৬, ৬ মার্চ ২০২৩

না.গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শীতল চন্দ্র দে’কে স্বপদে বহাল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শীতল চন্দ্র দে’কে স্বপদে বহাল রাখার নির্দেশ দিলেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি বশিরউল্লাহর বেঞ্চ এ আদেশ প্রদান করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী এ আদেশ প্রদান করা হয়। শীতল চন্দ্র দে’র পক্ষে এডভোকেট মোক্তার কবির খান রীট পিটিশন নং- ২৪৯২ এর মাধ্যমে মহামান্য হাইকোর্টে আবেদন করলে গতকাল সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি বশিরউল্লাহর বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতিদ্বয় শীতল চন্দ্র দে’র পক্ষে এ আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর শীতল চন্দ্র দে বিধি মোতাবেক অবসর গ্রহণ করেন। পরবর্তীতে ৫ বছর চাকুরীর সময়সীমা বৃদ্ধি করার জন্যে গভর্নিং বডি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা, ঢাকা বরাবরে সুপারিশ করেন। এ সুপারিশের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট রীট বিবেচনায় এনে তার চাকুরীর সময় বর্ধিত করণের অনুকূলে সচিব, শিক্ষা মন্ত্রণালয় মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, চেয়ারম্যান, ঢাকা শিক্ষাবোর্ড, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, জেলা শিক্ষা কর্মকর্তা, নারায়ণগঞ্জ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর ও চেয়ারম্যান, গভর্নিং বডি, নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজকে আদেশ প্রদান করেন।

গভর্নিং বডির সভাপতি হামিদুর রহমান জানান, তারা শীতল চন্দ্র দে’ কে ৫বছরের জন্য বিধি মোতাবেক নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের নিজস্ব অর্থায়নে অধ্যক্ষ হিসেবে বহাল রাখার সুপারিশ শিক্ষাবোর্ডে প্রেরণ করেছেন। সে অনুযায়ী মহামান্য হাইকোর্ট তাকে বহাল রাখার যে নির্দেশনা প্রদান করেছেন সে অনুযায়ী আমরা তাকে অধ্যক্ষ হিসেবে বহাল রাখার ব্যবস্থা গ্রহণ করেছি।