রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|

কার্তিক ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন স্কুলের ১২৫ বছর পূর্তি উদযাপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩১, ১৫ নভেম্বর ২০২৫

সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন স্কুলের ১২৫ বছর পূর্তি উদযাপন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত প্রাচীন বিদ্যাপীঠ সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা, কেক কাটা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির নবীন-প্রবীণ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যসহ হাজার হাজার লোকজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অবঃ) মোঃ হাফিজ উল্লাহ, র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল এসজিপিএম, বিপিএম, পিএসসি অধিনায়ক এইচএস সাজ্জাদ, এ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম মনির (সিআইপি), বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার রায়, মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার(সোনারগাঁ) ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব আল আমিন তুষার, যমুনা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আমির হোসেন স্মীথ, নারায়ণগঞ্জ জেলা হিসাবরক্ষন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানস্থল গান গেয়ে মাতিয়ে তোলেন- দেশবরেণ্য খ্যাতিমান সঙ্গীত শিল্পী কনক চাপা, ক্লোজআপ ওয়ান তারকা সালমা, রিপন খানসহ বিভিন্ন সঙ্গীত শিল্লীরা।