শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৪, ১৭ জানুয়ারি ২০২৬

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি 

স্কুলের স্মরণিকা ‘আলোক বর্তিকা’ বইয়ের মোড়ক উন্মোচন

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে স্কুলের স্মরণিকা ‘আলোক বর্তিকা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারী) পঞ্চবটি এডভেঞ্চার ল্যান্ড পার্কের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা লাভলী, অনুষ্ঠান উৎযাপন কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন তাপু সহ স্কুলের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় দীর্ঘ পাঁচ দশক ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, অর্জন ও স্মৃতিকে ধারণ করে প্রকাশিত ‘আলোক বর্তিকা’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান দলিল হয়ে থাকবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবং এ স্কুলকে কলেজে রূপান্তরিত করতে সরকারি যত সাহায্যে সহযোগিতার প্রয়োজন হবে তার সবটুকু করে হরিহর পাড়া বিদ্যায়লকে কলেজ তৈরি করার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, প্রতিষ্ঠাতা হিসেবে লতিফ সাহেব, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল হক সাহেবদের নিয়ে যেভাবে পাশে ছিলাম এবং স্কুল গঠন করেছিলাম, তেমনি হরিহরপাড়া বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে আমারের প্রানের বিদ্যালয়কে কলেজে রূপান্তর করবো। আজকে এই গৌরবোজ্জ্বল ইতিহাস, অর্জন ও স্মৃতিকে ধারণ করে প্রকাশিত ‘আলোক বর্তিকা’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান দলিল হয়ে থাকবে। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্তয় করছি।।
এসময় ১৯৭৬ ব্যাচ থেকে ২০২৫ ব্যাচ পর্যন্ত সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং উৎসব মুখর পরিবেশ ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উপভোগ করেন।