শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে হুমকির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৯, ২৩ জানুয়ারি ২০২৬

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে হুমকির অভিযোগ

মোহাম্মদ শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই তাকে ও তার সমর্থকদের লক্ষ্য করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। তিনি এসব বিষয়ে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় গণসংযোগ ও প্রচারণার সময় তিনি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন।

শাহ আলম বলেন, ইতোমধ্যে বিভিন্ন প্রার্থীর অনুসারীরা টেলিফোনের মাধ্যমে সাধারণ মানুষকে ধমকাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। তার দাবি, এসব ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তিনি মনে করেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের উচিত এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি পরিবারের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তবে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ মার্কা না থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অনুরোধেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান তিনি।

শাহ আলম দাবি করেন, তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নন, তিনি সব শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের প্রার্থী। ভোটারদের সমর্থনে নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। তার ভাষায়, মানুষ ভোট দিতে প্রস্তুত, তারা শুধু একটি নিরপেক্ষ নির্বাচন চায়।

পরে মাহমুদপুর এলাকায় আরেকটি গণসংযোগে অংশ নিয়ে তিনি নির্বাচিত হলে ফতুল্লা ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আতাউর রহমান মোল্লা, যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি জামান মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক যুবদল নেতা আলামিন প্রধানসহ স্থানীয় নেতাকর্মীরা।