ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা দিন দিন জোরালো হচ্ছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। প্রতীক পাওয়ার পর দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নির্ধারিত প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহকে ‘হাতপাখা’ প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।
প্রতীক গ্রহণের পর মুফতি মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, হাতপাখা প্রতীক ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের প্রতীক হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত।
তিনি আশা প্রকাশ করেন, এই প্রতীক নিয়ে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করতে পারবেন। জনগণের নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির সব প্রার্থীকে নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে প্রতীক বরাদ্দের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। কার্যালয় প্রাঙ্গণে সমর্থকরা হাতপাখা প্রতীক তুলে ধরে স্লোগান দেন। দলীয় সূত্রে জানা গেছে, খুব শিগগিরই মাসুম বিল্লাহ গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাবেন।

