বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ-১ আসন

মাদক সন্ত্রাস নির্মূলই হবে বিজয়ীদের প্রধান চ্যালেঞ্জ

প্রকাশিত: ২১:৫৩, ২১ জানুয়ারি ২০২৬

মাদক সন্ত্রাস নির্মূলই হবে বিজয়ীদের প্রধান চ্যালেঞ্জ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্দীতা করছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এ আসনে নির্বাচিতদের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে মাদক ও সন্ত্রাস নির্মূল করা।

এছাড়াও ভূমিদস্যুতা, অবৈধ গ্যাস সংযোগ, অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান ও নগরায়ন এ আসনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত। 

নারায়ণগঞ্জে গত ষোল বছরের শাসনামলে মাদক ও সন্ত্রাস ভিন্ন মাত্রা পেয়েছিল। মাদকের আখড়া হিসেবে রূপগঞ্জের অনেক এলাকা পরিচিত পেয়েছিল। নতুন যারাই নির্বাচিত হবে তাদের জন্যেও এই মাদক সমস্যা বড় চ্যালেঞ্জ হবে।

অন্যদিকে ভূমিদস্যুতা রূপগঞ্জের একটি বড় সমস্যা। বিগত সরকারের আমলে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী পর্যন্ত ভূমি দখলে সম্পৃক্ত ছিল। আসন্ন নির্বাচনে নির্বাচিতদের কাছে ভূমিদস্যুতা মুক্ত রূপগঞ্জই ভোটারদের দাবী। পাশাপাশি দখল হয়ে যাওয়া এসকল জমি উদ্ধারেও জনপ্রতিনিধিরা কাজ করবে বলে সাধারণ মানুষের আশা।

এছাড়াও এ আসনে অপরিকল্পিত শিল্প কারখানা ও নগরায়ন একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলায়ও কাজ করতে হবে আগামী জনপ্রতিনিধিদের।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মোহাম্মদ দুলাল হোসেন, জামায়াতে ইসলামীর মো. আনোয়ার হোসেন মোল্লা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আঃ কাইয়ুম শিকদার, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ মনিরুজ্জামান চন্দন প্রতিদ্বন্দীতা করবেন। নির্বাচনকে ঘিরে ভোটারদের এসকল দাবী দাওয়া মাথায় রেখে নিজেদের ইশতেহার তৈরি করছেন প্রাথীরা। ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমার প্রধান চ্যালেঞ্জ হবে রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা। আমি যেখানেই যাচ্ছি জনগণকে এই প্রতিশ্রুতিই দিচ্ছি। পাশাপাশি আমাদের রূপগঞ্জের শিক্ষিত বেকারদের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যাবস্থা করা হবে আমার অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হতে পারলে রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা মুক্ত করবো। পাশাপাশি পরিকল্পিত নগরায়নের জন্যেও আমি কাজ করবো৷ ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটি উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন এর অংশ হিসেবে ইতিমধ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসাইন মোল্লা জানান, আমাদের প্রথম টার্গেট হবে মাদক সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ তৈরি করা। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা এমন রূপগঞ্জ চাই যেখানে কোন সন্ত্রাসী থাকবে না কোন চাঁদাবাজি, ভূমি দখল হবে না। জনগণ যদি আমাকে ভোট দেয় আমি তাদের মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ উপহার দিব।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন ৪ লক্ষ ৪ হাজার ৪১৫ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫ হাজার ১০১ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৯৯ হাজার ৩১২ জন। এছাড়াও হিজড়া ভোটার আছেন ২ জন। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি এবং ভোট কক্ষ ৭৬৩টি। এখানে ঝুকিপূর্ণ কেন্দ্র নেই।