মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে প্রত্যাহার করলেন ৩ জন, ৫টি আসনে নির্বাচনে লড়বেন ৪৭ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৮, ২০ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে প্রত্যাহার করলেন ৩ জন, ৫টি আসনে নির্বাচনে লড়বেন ৪৭ প্রার্থী

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে এদিন কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনটি আসনে।

৩ জন প্রত্যাহারের ফলে এখন জেলার পাঁচটি সংসদীয় আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রত্যাহার করা ৩ জন হলেন- নারায়ণগঞ্জ ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কাইয়ুম সিকদার, নারায়ণগঞ্জ ২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আব্দুল কালাম ও নারায়ণগঞ্জ ৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী ইলিয়াস আহম্মেদ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা হিসেবে মাঠে থাকছেন যে ৪৭ জন প্রার্থী এরা হলেন-

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, গণঅধিকার পরিষদের (জিওপি) ওয়াসিম উদ্দিম, স্বতন্ত্র মোহাম্মদ দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইমদাদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ মনিরুজ্জামান চন্দন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোঃ রেহান আফজাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারায়ণগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) বিএনপি মনোনীত নজরুল ইসলাম আজাদ, গণঅধিকার পরিষদের (জিওপি) কামরুল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোঃ হাবিবুল্লাহ, স্বতন্ত্র মোঃ আতাউর রহমান খান আঙ্গুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ইলিয়াস মোল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ হাফিজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন, রেজাউল করিম, জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, গণসমাজকে আন্দোলনের অঞ্জন দাস, জনতার দলের আবদুল করিম মুন্সী, এবি পার্টির আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ্, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাঃ শাহজাহান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, গণ অধিকার পরিষদের মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-আলীরটেক, গোগনগর) আসনে জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মনির হোসাইন কাসেমী, এনসিপির আব্দুল্লাহ আল আমিন, রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলী, স্বতন্ত্র মুহাম্মদ গিয়াসউদ্দিন, শাহ্ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইকবাল হোসেন, গণ অধিকার পরিষদের মোঃ আরিফ ভূঁইয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোঃ ইছমাঈল হোসেন কাউছার, জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা, জাসদের মোঃ সুলাইমান দেওয়ান, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোঃ সেলিম আহমেদ ও বাসদের সেলিম মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট আবুল কালাম, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, স্বতন্ত্র মাকসুদ হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, বাসদের আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম সুজন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ, গণ অধিকার পরিষদের মোঃ নাহিদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।