ফাইল ছবি
প্রভাত সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৬ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রভাত সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ননীগোপাল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু,ইউনেস্কো ক্লাবের সহ সভাপতি মোঃ শাহানশাহ।
সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সংস্থার সদস্য গোলাম মোস্তফা শাহীন।
সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমন সংস্থার বিগত দুই বছরের সার্বিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বিভিন্ন দিবসসমুহ পালন, শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে বিগত ২ বছরের আয়-ব্যয়ের হিসাব, আর্থিক প্রতিবেদন ও ২০২৬- ২০২৭ অর্থ বছরের বাজেট সভায় উপস্থাপন করেন অর্থ পরিচালক ভজন চন্দ্র দাস।সভায় অর্থ পরিচালকের পেশকৃত আয় ও ব্যয় বিবরনী ও বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম আরিফ মিহির, পরিচালক নুর আলম জয়, অরুন দেবনাথ, রিপন কর্মকার, এম এম মোশারফ হোসেন, মোঃ কামরুজ্জামান রনি, ভজন চন্দ্র দাস, বিপ্লব কুন্ডু, তুলশী ঘোষ, অঞ্জন দাস, মোঃ মাকসুদ উল আলম, গোলাম মোস্তফা শাহীনসহ সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রভাত সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, সংগঠনের সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যতে সংস্থার কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
এছাড়াও সভায় আগামী দুই বছরের জন্য বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমুহ পালন, শীতবস্ত্র বিতরণ, ঈদ ও পুজায় সহায়তা কার্যক্রম,শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা, রক্তদান,বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, নারী ও শিশু উন্নয়ন কার্যক্রম এবং দুর্যোগকালে ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় সংস্থার উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংস্থার সার্বিক অগ্রগতিতে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার আগামী ২০২৬- ২০২৮ ইং দুই বছরের জন্য আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু, মোঃ শাহানশাহ ভূঞাঁ, ননী গোপাল সাহা, লিটন চন্দ্র পালকে উপদেষ্টা এবং প্রদীপ কুমার দাসকে চেয়ারম্যান ও মোঃ কামরুজ্জামান রনিকে নির্বাহী পরিচালক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষনা করলে তা সকল সদস্যদের সর্ব্বসম্মতিক্রমে নির্বাচিত ও অনুমোদিত হয়।
সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের সাফল্য কামনা করে দ্বি- বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ।

