ফাইল ছবি
আগামী ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জনসভাটি আয়োজন করবে সোনারগাঁ উপজেলা বিএনপি। সমাবেশটি সফল করতে ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় মাঠে এই নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
ইতিমধ্যে সমাবেশটি সফল করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এই জনসভায় অংশ নেবেন৷ ইতিমধ্যে জেলাজুড়ে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা চলছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জানান, জনসভা সফল করতে আমরা কাজ করছি। আশা করছি জনসভায় লক্ষাধিক জনসমাগম ঘটবে। বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মাঝে এই জনসভাকে ঘির ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। মানুষ তারেক রহমানকে দেখতে আসবে এবং ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে।

