বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৯, ২২ জানুয়ারি ২০২৬

ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু

ফাইল ছবি

‎‎‎নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি  ইমদাদুল্লাহ হাশেমী  নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে যোহরের নামাজের পর তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা ‎সাবেক নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী  আলহাজ্ব সৈয়দ আহম্মেদ এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁর কাছ থেকে দোয়া গ্রহণ করেন।

‎এরপর মুফতি ইমদাদুল্লাহ হাশেমী তাঁর বাবার কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

‎পরে তিনি নিজের এলাকা ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকা থেকে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। 

‎এসময় উপস্থিত ছিলেন আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ এর যুগ্ম আহবায়ক মুহাম্মাদ আবু সাইদ।,  মুফতী হাবিবুর রহমান জিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মিরাজ হোসেন, ইসলামী যুব আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ সোলাইমান মোল্লাহ সহ স্হানীয় ও থানা নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা। 

‎প্রচারণাকালে মুফতি ইমদাদুল্লাহ হাশেমী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে, ভূমিদস্যু, চাঁদাবাজ,মাদকমুক্ত আধুনিক রুপগঞ্জ গড়তে কাজ করে যাব। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে ভোটারদের সমর্থন কামনা করেন।